EM Bypass: বাইপাসে ছড়িয়ে হাসপাতালের হাজার হাজার নথি! কেন এই অদ্ভূত ঘটনা? Bangla News

Continues below advertisement

ইএম বাইপাসে গড়াগড়ি খাচ্ছে বেসরকারি হাসপাতালের হাজার হাজার নথি। অভিষিক্তা মোড় থেকে রুবি হাসপাতাল মোড়। শুক্রবার সকালে বাইপাসজুড়ে চিকিত্সার নথি উড়তে দেখা যায়। সব নথিই আর এন টেগোর হাসপাতালের। বাইপাসে গাড়ি দাঁড় করিয়ে নথি পড়ছেন সাধারণ মানুষ। দেখা গেল এমন ছবিও। নথি নিয়ে আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী মন্তব্য। হাসপাতালের সিইও-র দাবি, কলকাতা পুরসভার গাড়িতে তুলে দেওয়া হয় ওষুধ সংক্রান্ত বাতিল নথি। সেই নথি গাড়ি থেকে পড়ে যাওয়াতেই এই বিপত্তি। যদিও হাসপাতালের সুপার জানিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত কোনও নথি বাইরে আসার কথা নয়। এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram