Exclusive Interview: অফস্ক্রিন বন্ধুত্ব কতটা জমে উঠল অনস্ক্রিনে? 'বোধন' নিয়ে জমাটি আড্ডায় ঋতব্রত-ঐশ্বর্য | Bangla News

Continues below advertisement

ইতিমধ্য়েই ওটিটি প্ল্য়াটফর্ম  ক্লিকে মুক্তি পেয়েছে পরিচালক সায়ন বসুর শর্টফিল্ম 'বোধন'। ছবির দুটি মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্য়ায় ও ঐশ্বর্য সেন। ছবিতে ঋতব্রতর চরিত্রের নাম উজান ও ঐশ্বর্যর নাম উমা। উজান ও উমার বন্ধুত্ব ও প্রেমই এই গল্পের প্রেক্ষাপট। তবে ছোটগল্পের মত এই শর্টফিল্মেও থেকে যায় শেষ না হওয়ার রেশ। সম্প্রতি এবিপি লাইভের এক্লক্লুসিভ আড্ডায় ঋতব্রত-ঐশ্বর্য ভাগ করে নিলেন ছবি নিয়ে তাদের যাবতীয় অভিজ্ঞতার কথা। কথায় কথায় উঠে এল তাদের অফস্ক্রিন বন্ধুত্বের কথাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram