Debanjan Deb Update: ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তিতে নবান্ন-কলকাতা পুরসভার নাম ব্যবহার দেবাঞ্জনের

Continues below advertisement

তদন্তে দেবাঞ্জন দেব (Debanjan Deb) সম্পর্কে উঠে আসছে একের পর মিথ্যে। পুলিশের বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তিতে নবান্নের নাম ব্যবহার করেছিলেন দেবাঞ্জন। সেই জন্য কলকাতার পুরসভার নামে একটি ওয়ার্ক অর্ডারও বের করা হয়েছিল। সেখানে ব্যবহার হয়েছিল কলকাতা পুরসভার লোগো, স্ট্যাম্প ও হলোগ্রাম। সবই জাল। এরপর গত বছর ডিসেম্বরে ব্যক্তিগত রক্ষী নিয়োগের জন্য আরও একটি বিজ্ঞপ্তি জারি করেন দেবাঞ্জন। ব্যবহার করা হয় নবান্নের নাম। ফুলবাগানের একটি নিরাপত্তা এজেন্সি থেকে নিরাপত্তারক্ষী নেওয়া হয়। সংস্থার কর্মীদের দাবি, তিন দিনের মধ্যে এই টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছিল।

নিজের একাধিক ভুয়ো কার্যকলাপ চাপা দিতে অফিসে ভুয়ো ভোটেরও আয়োজন করেছিলেন ফ্রডস্টার দেবাঞ্জন দেব। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নামে সেই ভোটে নিজেই অংশ নিয়েছিলেন দেবাঞ্জন। বিপুল ভোটে জিতেও ছিলেন। উদ্দেশ্য ছিল নিজেকে নির্বাচিত শ্রমিক নেতা প্রমাণ করা। ব্যালটে ভুয়ো ভোট করিয়েছিলেন দেবাঞ্জন। অফিসের কর্মীদের কাছে নিজেকে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের দক্ষিণবঙ্গ প্রেসিডেন্ট বলেও দাবি করেছিলেন দেবাঞ্জন। শুধু তাই নয়। ভোটে জেতার পর কসবার অফিসে সেলিব্রেশনও করা হয়েছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram