Fake IAS Probe: পরিচয় ভাঁড়িয়ে তল্লাশিও চালাত দেবাঞ্জন!

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ির লোক সে সময় জানতে পারেন, তিনি ভুয়ো আইএএস। এমনকী দেবাঞ্জন ভুয়ো আইএএস সেজে বেশ কয়েক জায়গায় তল্লাশিও চালান। গতবছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি।  গতকাল রাতে দেবাঞ্জনকে নিয়ে তাঁর মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৩টি ডেবিট কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। দেবাঞ্জনের বাবা করোনায় আক্রান্ত বলেও সূত্রের খবর।

কসবায় ভুয়ো অফিস থেকে মাদুরদহের বাড়ি। তল্লাশিতে ফাঁস হচ্ছে প্রতারকের একের পর এক জালিয়াতির ছক। দেবাঞ্জন দেবের জালিয়াতির যত ধরা পড়ছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। কখনও তাঁকে দেখা গেছে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে, কোথাও কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের (TMC) রাজ্যসভার চিকিৎসক-সাংসদের সঙ্গে দেবাঞ্জনের ছবি। প্রতারকের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার দাবি করে প্রথম থেকেই সরব বিরোধীরা। বিজেপির (BJP) রাজ্য সভাপতির অভিযোগ, শাসক দলের প্রত্যক্ষ মদতে বাড়বাড়ন্ত প্রতারকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram