Fake IAS Update: 'একই চক্রে জড়িত দেবাঞ্জন-সনাতন-অশোক', প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর

Continues below advertisement

একই চক্রে জড়িত দেবাঞ্জন দেব (Debanjan Deb), সনাতন রায়চৌধুরী (Sanatan Roy Chowdhury) এবং অশোক চক্রবর্তী (Ashok Chakraborty)’, প্রতারণা মামলায় আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। তাঁর দাবি, "তালতলার তৃণমূল নেতা অশোক চক্রবর্তীর হয়ে তদ্বির, তালতলা থানার ওসিকে (OC) ফোন করেছিলেন সনাতন। মুখ্যমন্ত্রীর দফতরের লিগ্যাল অ্যাডভাইজার পরিচয়ে ফোন। অশোক চক্রবর্তীর বিরুদ্ধে মামলা ধামাচাপা দিতেই ওসিকে ফোন করা হয়।" দেবাঞ্জন দেবের গ্রেফতারের পরে অশোক চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই তদ্বির করা হয়েছে বলে আইনজীবীর দাবি।

এদিকে, হ্যাক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন। হ্যাক হয়েছিল প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফোনও। স্পাইওয়্যার বিতর্কে দাবি 'দ্য ওয়্যার' -এর। "রাহুল গাঁধীর দুটি ফোন নম্বরকেও টার্গেট করা হয়েছিল। স্পাইওয়্যারের তালিকায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) ২টি ফোন। টার্গেট ছিল রাহুলের কিছু সহযোগী, বন্ধুর ফোন নম্বরও।”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram