Fake Vaccination Update: 'আমাদের মতো বাকি সকলেই যে মেসেজ পাননি সেই সম্বন্ধে আঁচও করতে পারিনি', প্রতিক্রিয়া দেবাঞ্জন দেবের পরিচিত স্নেহা সরকারের

Continues below advertisement

দেবাঞ্জন দেবের পরিচিত স্নেহা সরকার আজ জানান, "দেবাঞ্জন আমার বন্ধুর দাদা। সেই সূত্রেই আমার সঙ্গে আলাপ। দেবাঞ্জনের বোন আমার বাল্যবন্ধু। আমি একা যাইনি ওই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে। আমাদের বন্ধু গ্রুপটাকে বলেছিল দেবাঞ্জন। আমরা একসঙ্গেই গেছিলাম ভ্য়াকসিন নিতে। ওর দাদা আইএএস পড়ছে কি না সেই সম্বন্ধে আমরা কোনওদিন জানতে যাইনি। একদিন জানতে পারলাম দেবাঞ্জন আইএএস হয়েছে। আমরা সব বন্ধুরাই খুশি ছিলাম। আমাদের বন্ধু সারকেলের বাবা -মায়েরাও ভ্যাকসিন নিয়েছেন দেবাঞ্জনের সেন্টার থেকে। একদিকে জানিই না আমাদের শরীরে কী ঢুকেছে? অন্য়দিকে মনে হচ্ছে ও কি জানত, জেনে বুঝে কি কেউ পরিচিতদের ভুল ভ্য়াকসিন দেয়? নাকি জেনেও আমাদের সঙ্গে এরকম করেছে? এগুলো নিয়ে ভাবাচ্ছে। আমারা বাবা, মাও ওখান থেকে ভ্য়াকসিন নিয়েছে। ভ্য়াকসিন নেওয়ার পর লিঙ্ক বা মেসেজ না আসায় আমরা বলছিলাম বারবার। তখন দেবাঞ্জন বলে খুব ভিড়, পোর্টালে এন্ট্রি করব তখন এসে যাবে। পরেও মেসেজ না আসায় বলেছিলাম। তখনও একই কথা বলেছিল। আমরা ছাড়া বাকিরাও যে মেসেজ বা লিঙ্ক পাননি সেই সম্বন্ধে আমরা বুঝতে পারিনি।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram