Fire: শহরে জোড়া অগ্নিকাণ্ড, তপসিয়া ও দক্ষিণদাঁড়িতে আগুন | Bangla News

Continues below advertisement

কলকাতায় একই দিনে জোড়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দুই কারখানা। লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়িতে প্লাস্টিকজাত সামগ্রীর কারখানার আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। তপসিয়ায় যে কারখানায় আগুন লাগে তা বেআইনি বলে অভিযোগ করেছেন খোদ মন্ত্রী।
দক্ষিণদাঁড়িতে কারখানায় আগুন। তপসিয়ায় ভস্মীভূত কারখানা। ফের কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড। সকালে আগুন লাগে লেকটাউনের দক্ষিণদাঁড়ির কাছে একটি কারখানায়। দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা তপসিয়ায়। শুক্রবার সকাল ১০টা নাগাদ দক্ষিণদাঁড়ির এই কারখানা থেকে, গলগল করে ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। প্লাস্টিকের ব্যাগ প্রিন্টিংয়ের কারখানায় প্লাস্টিক ও অতি দাহ্য সামগ্রী মজুত থাকায়, মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন উঠে যায় চারতলা পর্যন্ত। যার জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়ায়। শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায় বলে অনুমান কর্মীদের। তবে কারখানায় যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, তা কার্যত মেনে নিয়েছেন কর্মীরা। ঘিঞ্জি এলাকায় ঢুকতে প্রথমে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা। শেষমেশ দমকলের ৬টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দক্ষিণদাঁড়ির কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় যেমন একগুচ্ছ প্রশ্ন, তেমনই তপসিয়ার কারখানার আগুন নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন দুপুর একটা নাগাদ তপসিয়ার ২৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে, মজদুরপাড়ায় পাউডার তৈরির কারখানায় আগুন লাগে। নিয়ম না মেনে কারখানা চলছিল বলে অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান। কিন্তু, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram