Fake IAS Vaccine Camp: দেবাঞ্জন দেবের অফিসে ফরেন্সিক দল, মাস্ক-স্যানিটাইজারের পাশাপাশি উদ্ধার ভায়ালও

Continues below advertisement

কসবায় ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের অফিসে বৃহস্পতিবার যায় ফরেন্সিক দল। দেখানে মাস্ক স্যানেটাইজার-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক আধিকারিক জানিয়েছেন, "স্বাস্থ্য সম্পর্কিত বিভিন সামগ্রী উদ্ধার হয়েছে। মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ওষুধ, কিছু ভায়ালও পাওয়া গিয়েছে। আমরা সেগুলিকে সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করছি। ইতিমধ্যেই নমুনা পুলিশের হাতে তুলে দেখা হয়েছে।"

কসবা ছাড়াও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে সিটি কলেজেও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। পুলিশের জেরায় এমনটাই জানিয়েছেন দেবাঞ্জন। সেখানে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন তিনি। এই প্রসঙ্গে কলেজের অধ্যাপক জানিয়েছেন, "একজন যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে এসেছিলেন বলে আমরা কোনওরকম সন্দেহ করিনি। যে সময়ে আসার কথা ছিল উনি নেই সময়েই হাজির হয়েছিলেন। কলেজে এসে কীভাবে সব প্রক্রিয়া চলবে তা সরজমিনে দেখে যান তিনি। উনি চলে যাওয়ার পরে আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পের তালিকা জমা দেওয়ার কথা জানান। শুক্রবার কলকাতা পুরসভার প্যাডে স্ট্যাম্প সহ নিজে সই করে সব কাগজ দিয়ে দেন। এর পরে উনি আমাদের কাছে আধার কার্ডের নথি চান। কসবায় বিশেষ কাজ আছে বলে তিনি চলে যাওয়ার কথা জানিয়েছিলেন। এই পুরো সময়ে আমাদের ওনার উপরে কোনও সন্দেহ হয়নি। এর পরে আলমারির উপরে পুরসভার লোগো টাঙিয়ে দেন তিনি। এর পরেই একের পর এক ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। যদিও আধার কার্ড ছাড়া ভ্যাকসিন  দেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি। "

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram