Fraud Case: প্রতারকের ফাঁদে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, ১ লক্ষ ২২ হাজার টাকা প্রতারণার অভিযোগ | Bangla News

Continues below advertisement

জমা দেওয়া টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা গায়েবের অভিযোগ।  হরিদেবপুরের বাসিন্দা এক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞই অনলাইন প্রতারণার শিকার।  হরিদেবপুর থানা ও লালবাজার সাইবার ক্রাইম বিভাগে দায়ের অভিযোগ।

খোদ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞকেই অনলাইনে প্রতারণার অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ২২ হাজার টাকা। অনলাইন প্রতারণার ফাঁদ এড়াতে কী করা উচিত, তা নিয়ে পরমার্শ দেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।  কিন্তু তাঁরাই যদি প্রতারিত হন, তাহলে সাধারণের সুরক্ষা কোথায়? সাইবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞকে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। হরিদেবপুর থানা এলাকার পশ্চিম পুটিয়ারির বাসিন্দা তথাগত ধর তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। চাকরি করেন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টো নাগাদ একটি চাকরিতে নিয়োগকারী সংস্থার তরফে হিন্দিতে ফোন করেন এক মহিলা। নিয়োগকারী সংস্থায় নতুন চাকরির জন্য তিনি যে টাকা জমা দিয়েছিলেন, তা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর জন্য একটি লিঙ্ক পাঠিয়ে, বলা হয় তাতে ক্লিক করতে। এরপরই গায়েব ১ লক্ষ ২২ হাজার ৬৮৫ টাকা। এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে হরিদেবপুর থানা ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে। পুলিশ সূত্রে খবর, কোনও অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, এইভাবে প্রতারণা করে ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের ভরতপুর ও দিল্লির নয়ডার প্রতারক চক্র। এক্ষেত্রে কোন গ্যাং জড়িত থাকতে পারে, সে বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকরীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram