Fuel Price: 'পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির জন্য মোদি সরকারই দায়ী', মন্তব্য অরূপ বিশ্বাসের
পেট্রো পণ্যের লাাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে আজ অরূপ বিশ্বাস (Aroop Biswas) বলেন, "আকাশ ছোঁয়া জিনিসের দাম। মানুষ জিনিসপত্র কিনতে পারছেন না। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। মানুষ আশা ভরসা নিয়ে একটা সরকারকে দ্বিতীয়বারের জন্য এনেছিল। মোদি মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মানুষ মারা এই সরকার। মানুষ না খেতে পেয়ে মারা যাবে এই সরকারের জন্য। তাদের এটা ভাবা উচিত।"
"স্বাভাবিক নিয়মেই দাম বাড়ছে। কেন্দ্রীয় সরকার দাম কমানোর জন্য সবরকম চেষ্টা করছে।" পাল্টা দাবি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
পেট্রোল পাম্পে তেল ভরতে আসা এক বাইক চালক ও আরোহীর কথায়, "এবার মনে হচ্ছে বাইক ছেড়ে সাইকেলই চালাতে হবে। নয়তো হেঁটে ঘুরতে হবে। আর বাইক চালানোর মতো পরিস্থিতি থাকছে না। ১০০ টাকার তেল ভরাব নাকি সংসার চালাব ১০০ টাকা দিয়ে? তেল ভরব নাকি খাব।"
অন্য এক ব্যক্তি বলেন, "তেলের দাম বাড়লে অন্য সব জিনিসের দাম বাড়বে। সরকারকে অবশ্যই দেখতে হবে যাতে কোথাও একটা দাম দাঁড় করানো যায়।" অন্যজন বলছেন, "গরুর গাড়ি দিন আবার ফিরে আসার মতো সময় এসেছে। জ্বালানির দাম বেড়ে চলায় আমাদের সত্যি সমস্যা হচ্ছে।"