Fuel Price Hike: কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি! পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা

Continues below advertisement

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে (Fuel Price Hike) মানুষ ত্রাহি ত্রাহি করছে। একটু বাঁচার আশ্রয় খুঁজছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউই দাম না কমিয়ে শুধু একে অপরের ঘাড়ে দায় চাপিয়ে চলেছে। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৮ ডলার প্রতি ব্যারেল। তখন পেট্রোলের (Petrol) দাম ছিল প্রতি লিটার ৭৫ টাকা ৫১ পয়সা। ডিজেল (Diesel) ছিল ৫৭ টাকা ২৮ পয়সা। এখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে হয়েছে ৭৬ ডলার। অথচ দাম বেড়ে কলকাতায় (Kolkata) এক লিটার পেট্রোল এখন ১০০ টাকা পার করেছে। ডিজেলও ভয়ঙ্কর রেকর্ড গড়ে পিছু পিছু হাঁটছে। অর্থাৎ বিশ্ববাজারে দাম কমেছে অথচ ভারতে হু হু করে বাড়ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram