Fuel Price Hike: 'সরকার কিছু করুক', শুধুই আর্তি

Continues below advertisement

ভারতে পেট্রোল ডিজেলের সর্বকালীন রেকর্ড দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে ৮২০ টাকা রান্নার গ্যাস। আর ডিজেলের দাম বাড়া মানে সব জিনিসের দাম আগুন হওয়া। সব দল ভোট চাইছে, আর সাধারণ মানুষ তাকিয়ে সরকারের দিকে একটু সুরাহার জন্য। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৯১ টাকা ১২ পয়সা, ডিজেলের দাম ৮৪ টাকা ২০ পয়সা। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের ১৫ মে মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ (UPA) সরকার চলে যাওয়ার সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারল প্রতি ১০৯ ডলার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram