Ganges Tide: শুক্রবার ভরা কটালের আগে আশঙ্কার প্রহর গুণছেন কলকাতার নদীপাড়ের বাসিন্দারা

Continues below advertisement

শুক্রবার আরও একটা ভরা কটাল। গঙ্গা ফুলেফেঁপে উঠলে কী যে হবে, ভেবে কুলকিনারা পাচ্ছেন না নদীপাড়ের বাসিন্দারা। খাস কলকাতায় চেপে বসেছে প্লাবন আতঙ্ক। কোথাও গঙ্গা গিলে ফেলেছে ঘাট। কোথাও আবার পাড় ভাঙতে ভাঙতে গঙ্গা পৌঁছে গেছে রাস্তার কাছে! হাওড়া ব্রিজ থেকে নিমতলা ঘাট। পোস্তা, বড়বাজার লাগোয়া প্রায় তিন কিলোমিটার এলাকা ভাঙনের কবলে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, পুরসভার সঙ্গে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সমন্বয় না থাকায় এই পরিস্থিতি।১১-১৪ সব পাম্পিং স্টেশনে হাই অ্যালার্ড, জারি থাকবে। ' জানালেন ফিরহাদ হাকিম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram