Gariahat Murder: রবিবার মার্সিডিজে চড়ে কাঁকুলিয়া রোডের বাড়িতে এসেছিলেন মৃত সুবীর চাকি | Bangla News

Continues below advertisement

গড়িয়াহাট থানা এলাকার কাঁকুলিয়া রোডে পৈতৃক বাড়ি ছাড়াও কলকাতার বিভিন্ন বিলাসবহুল আবাসনে একাধিক ফ্ল্যাট ছিল সুবীর চাকির। খড়গপুর আইআইটি ও জোকার আইআইএম থেকে পাশ করা সুবীর চাকি ছিলেন নামী বেসরকারি সংস্থা কিলবার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। নিউ টাউনের ফ্ল্যাটে থাকতেন স্ত্রী, মা ও শাশুড়িকে নিয়ে। ছেলে ব্রিটেনে কর্মরত, বিয়ের পর মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। একবছর ধরে এই পৈতৃক সম্পত্তি বিক্রির চেষ্টা করছিলেন। মাঝেমধ্যেই চালককে নিয়ে কাঁকুলিয়া রোডের বাড়িতে আসতেন তিনি। গতকাল এসেছিলেন মার্সিডিজে চড়ে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram