Haridebpur: 'সব এজেন্সি একসঙ্গে কাজ না করলে অস্ত্রের দাপট থামবে না', মন্তব্য প্রাক্তন IG-র।Bangla News
Continues below advertisement
"এখনও পর্যন্ত আমাদের রাজ্যে যে কত গুলি, বোমা, বন্দুক লুকিয়ে আছে তার ঠিক নেই। কত অস্ত্র যে দুষ্কৃতীদের হাতে আছে তার খবর পুলিশ রাখে না। এর জন্য প্রয়োজন, সমস্ত এজেন্সিগুলির একযোগে এদের বিরুদ্ধে কাজ করা। জেলা পুলিশ, সিআইডি, আইবি, জিআরপি, এরা সবাই মিলে কাজ করবে। এবং এদের লক্ষ্য স্থির করে দেবেন নবান্ন থেকে ডিজি। এছাড়া অন্য কোনওরকম ভাবে এই বারুদের কারবার রোখা সম্ভব না।" হরিদেবপুর প্রসঙ্গে বললেন পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Haridebpur Guns Bombs Found এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ হরিদেবপুর Haridebpur News Haridebpur Arms Recover Bomb Recovered From Auto Haridebhgj Latest News এবিপি আনন্দ