Haridevpur Death: ত্রাণের কাজ সেরে ফেরার পথে হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি, ৩ কর্মীকে শোকজ

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগ বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কিন্তু ভাবেননি নিজের নেমে আসবে এই দুর্যোগ। বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের ২২ বিঘার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মানিক বারুই নামে এই ব্যক্তি। পরিবার সূত্রে খবর, তিনি পেশায় ড্রাইভার। গাড়ি নিয়ে গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কাজ শেষ হতেই ফিরছিলেন বাড়ি। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন শীঘ্রই ফিরছেন। কিন্তু তা আর হল না। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বছর ৩৬-এর বাইক চালকের উপর। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিন কর্মীকে শোকজ করে বিদ্যুৎ দফতর। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram