Heroin Recovered: কলকাতা থেকে গ্রেফতার দুর্গাপুরের মাদক কারবারি, উদ্ধার প্রায় ২৬ কোটি টাকার হেরোইন

Continues below advertisement

দুর্গাপুরের (Durgapur) মাদক কারবারিকে কলকাতায় গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল প্রগতি ময়দান থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৫ কেজি হেরোইন। এই মাদক কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, গলফ গ্রিনে (Golf Green) বাড়ির সামনে থেকে উদ্ধার প্রৌঢ়ার মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন ওই প্রৌঢ়া। বাড়ির সামনের ওই জায়গাটি কলকাতা পুলিশ (Kolkata Police) গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। নিঃসঙ্গতার কারণেই কি আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়া? কীভাবে ঘটালেন এই কাণ্ড নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শী জানান, “আওয়াজ পেয়ে দেখি উনি পড়ে আছেন। বাড়িতে একাই থাকতেন ওই প্রৌঢ়া। তাঁর ছেলে এবং বৌমা লখনউয়ে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।“ পাশাপাশি প্রৌঢ়ার সঙ্গে থাকা পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram