Howrah Solaris Shalimar : হাওড়ার শালিমারে তৈরি হচ্ছে ইডেন রিয়েলটি গ্রুপের নতুন প্রজেক্ট, সোলারিজ শালিমার

হাওড়ার শালিমারে তৈরি হচ্ছে ইডেন রিয়েলটি গ্রুপের নতুন প্রজেক্ট। নতুন আবাসন। নাম সোলারিজ শালিমার। 
সংস্থা সূত্রে খবর, G+12 টাওয়ারে, 2BHK ও 3BHK মিলিয়ে মোট ৮৩২টি ফ্ল্যাট তৈরি হবে।  2BHK ফ্ল্যাটের দাম ২০ লক্ষ ৭৫ হাজার থেকে শুরু। 3BHK-র শুরু হচ্ছে ৩১ লক্ষ ৯৫ হাজার থেকে। বিলাসবহুল আবাসনে থাকছে, মেডিটেশন জোন, সুইমিং পুল, জিম সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা। সংস্থার দাবি, ২০২৫-এর মধ্যেই টাওয়ারের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। ফ্ল্যাট পেতে লটারির মাধ্যমে আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২৯ তারিখ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola