Idol Immersion: সকাল থেকে বাবুঘাট পরিষ্কার করার তৎপরতা, আজও হবে নিরঞ্জন।Bangla News

Continues below advertisement

আজই বেশকিছু বড় প্রতিমা নিরঞ্জন হবে বাবুঘাটে। তার আগে সকাল থেকেই গঙ্গা পরিষ্কারে তৎপর কলকাতা পুরসভা। গঙ্গা থেকে তুলে ফেলা হচ্ছে কাঠামো। সরিয়ে ফেলা হচ্ছে ফুল-সহ বর্জ্য পদার্থ। রাত অবধি বিসর্জন হওয়ায়, পরদিন সকালেই ঘাট পরিষ্কারের কাজে থাকে তৎপরতা। জেসিবি, ট্রাক, ক্রেন সমস্ত কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু আজও নিরঞ্জনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram