ISCON Rathyatra 2021: পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে গাড়িতে পথে নামবেন ইসকনের জগন্নাথ-বলরাম-সুভদ্রা

Continues below advertisement

কলকাতায় ইসকনে (ISCON) প্রতি বছর মহা ধূমধামে রথযাত্রা পালন করা হয়। এবছর ৫০ বছরে পদার্পণ করল এই রথযাত্রা উৎসব। তবে করোনাকালে উৎসব হচ্ছে না। প্রতি বছর জগন্নাথদেব, বলভদ্রদেব ও সুভদ্রার তিনটি আলাদা আলাদা রথ থাকে। কিন্তু এবছর সেই সিদ্ধান্তে বদল এসেছে। এই বছর গাড়িতে করে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে তিন দেবদেবীকে নিয়ে যাওয়া হবে ৪ কিমি দুরের গুরুসদয় দত্ত রোডের মন্দিরে। সেখানে উল্টোরথ অবধি বিরাজ করবেন এই তিন দেবদেবী। সকাল সাড়ে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে এখানে ভোগ এসে পৌঁছাবে। মুখ্যমন্ত্রীর (Chief Minister) নামে একটি আরতিও হবে। সেই ভোগ নিবেদনের পর সাড়ে ১২টা নাগাদ বেরোবে গাড়ি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram