Jadavpur University: সই জাল করা হয়েছে, যাদবপুরে ভ্যালেন্টাইনস ডে পালনের ‘নোটিস’ নিয়ে পদক্ষেপ কর্তৃপক্ষের | Bangla News
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) পালনের ‘নোটিস’ ভাইরাল। বৈধ নয় নোটিস, জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর থানায় অভিযোগ কর্তৃপক্ষের। ‘রেজিস্ট্রারের সই জাল করে নোটিস’, অভিযোগ বিশ্ববিদ্যালয়ের। ‘সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। একাকী পড়ুয়ার উৎসবে যোগদানে নিষেধাজ্ঞা’, ভুয়ো নোটিসে উল্লেখ, অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এপ্রসঙ্গে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "এই মর্মে সই জাল করে একটা নোটিস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমাকে ছাত্র-ছাত্রীরা জানাল। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সঙ্গে সঙ্গে যাদবপুর থানায় জানানো হয়েছে।"
Tags :
Kolkata News ABP Ananda Jadavpur University Cyber Crime Valentines Day ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jadavpur Police Station Valentines Day এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Notice On Valentines Day JU Valentines Day Notice JU Controversy Notice On 14th February Fake Notice JU News