Jawad Rain: সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে দমদম আন্ডারপাস, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল| Bangla News

সারারাত একটানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল। ফলে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে জানানো হয়েছে, এখনও অবধি বড় কোনও যানজটের খবর তাদের কাছে নেই। উত্তর কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ায় সেখানে খুব ধীর গতিতে গাড়ি চলাচল করছে। সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue), মহাত্মা গাঁধী রোড (MG Road), আমহার্স্ট স্ট্রিট (Amherst Street), মুক্তারামবাবু স্ট্রিট (Muktarambabu Street), এছাড়াও কাঁকুড়গাছি (Kankurgachi) ও দমদম (Dumdum) আন্ডারপাসের জায়গা জলমগ্ন হয়ে রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola