Jawad Rain: ঠনঠনিয়া সংলগ্ন রাজেন্দ্রদেব রোডে হাঁটু-জল, পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা পুরকর্মীদের| Bangla News

Continues below advertisement

এখনও বেশ অনেকটাই জলমগ্ন ঠনঠনিয়া (Thanthaniya) এলাকা। প্রবল বর্ষণে এর আগেও বহুবার জল জমেছে এই এলাকায়। এবারও তার অন্যথা হয়নি। ঠনঠনিয়া এলাকার মূল রাস্তা জলমগ্ন, ঠিক পাশের রাজেন্দ্রদেব রোডে জলের পরিমাণ অনেক বেশি। প্রায় হাঁটু সমান জল রয়েছে এই রাস্তায়। পুরসভার কর্মীরা সকাল থেকেই জল নামানোর চেষ্টা করছেন। সমস্ত ড্রেন খুলে দেওয়া হয়েছে। জল নামাতে পাম্প চালানো হয়েছে ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram