JMB Militant Arrested: হরিদেবপুরে গ্রেফতার ৩ JMB জঙ্গির তথ্য সংগ্রহ শুরু করল NIA, বাড়ির মালিককে তলব

Continues below advertisement

হরিদেবপুরে গ্রেফতার ৩ জেএমবি জঙ্গির তথ্য সংগ্রহের কাজ শুরু করল এনআইএ। তারা যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিককে ডেকে পাঠাল লালবাজারের এসটিএফ। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেরা করে আরও দুজনের খোঁজ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তে এই জঙ্গিদের লিঙ্কম্যান সেলিম মুন্সির কথা জানতে পারে পুলিশ। জানা গেছে, ওই ৩ জঙ্গিকে ঘর ভাড়া পাইয়ে দিয়েছিল সেলিম মুন্সি। অনেক বছর ধরেই হরিদেবপুরে থাকত সেলিম মুন্সি। অন্যদিকে শেখ সাকিল নামে আরও একজনের নাম উঠে এসেছে জেরায়। ধৃত ৩ জঙ্গির নকল আধার কার্ড বানিয়ে দিয়েছিল শেখ শাকিল। সেলিমের সঙ্গে ধৃত ৩ জঙ্গির যোগাযোগ করিয়ে দেয় শাকিল। পলাতক সেলিম মুন্সি ও শেখ শাকিলের খোঁজে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram