Jnaneswari Fraud Probe: দিল্লি পাঠানো হল অমৃতাভ চৌধুরীর ডিএনএ-র নমুনা
জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডের তদন্তে ধোঁয়াশা কাটাতে অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর গতকাল ডিএনএ এবং অসিফিকেশন টেস্ট করিয়েছে সিবিআই। ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয় এসএসকেএম হাসপাতালে। সিবিআই সূত্রে খবর, সেই নমুনা দিল্লি পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। অমৃতাভর বয়স নির্ধারণের জন্য যে অসিফিকেশন টেস্ট করা হয়েছে, তার রিপোর্ট আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই, এমনটাই সূত্রের খবর। অসিফিকেশন টেস্টের মাধ্যমে হাড়ের গঠন দেখে বয়স নির্ধারণ করা যায়।
অন্যদিকে, দেশে করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই নিয়ে টানা তিনদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৫১,৬৬৭। গতকাল এই সংখ্যা ছিল ৫৪ হাজার ৬৯ জন। মৃত্যু হয়েছে ১,৩২৯ করোনা আক্রান্তর। গতকাল করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৩২১ জন। এর আগে মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫০,৮৪৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৬৪,৫২৭ জন। অর্থাৎ, অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ১৪,১৮৯।