KMC Election: সন্তোষ পাঠকের সৌজন্যে ১৫ বছর ধরে কংগ্রেসের গড় ৪৫ নম্বর ওয়ার্ড, এবারও লড়াইয়ে তিনি| Bangla News
২০১০ ও ১৫-র পুরভোটে কলকাতায় তৃণমূল দাপট দেখালেও, তাঁর ওয়ার্ডে থমকে গেছে ঘাসফুলের দৌড়। বাম জমানাতেও তাঁকে টলানো যায়নি। ২০০৫ থেকে ৪৫ নম্বর ওয়ার্ডে অপরাজিত কংগ্রেসের সন্তোষ পাঠক। যিনি ওয়ার্ড দখল রাখার ব্যাপারে এতটাই নিশ্চিত থাকেন যে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই প্রচারে নেমে পড়েন।
কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড বৈচিত্র্যে ভরা। অফিসপাড়ার বড় অংশ জুড়ে এই ওয়ার্ড। বিভিন্ন ভাষাভাষির মানুষের বাস এখানে। ৪৫ নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার শুরু করেছেন সন্তোষ পাঠক।
২০০৫ থেকে টানা তিনবার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। নিজের ওয়ার্ডে তাঁর প্রভাব এতটাই যে গত পুরভোটে ৪৫ নম্বর ওয়ার্ডে জামানত জব্দ হয় বিজেপি ও তৃণমূল প্রার্থীর। এমনকী বিধানসভা ভোটের নিরিখে শুধু সন্তোষ পাঠকের ওয়ার্ডে এগিয়ে আছে কংগ্রেস। সন্তোষের নিজের কথায়, এ অনেকটাই তাঁর ব্যক্তি ক্যারিশ্মা।
প্রচারের ব্যস্ততার ফাঁকে নেমে পড়লেন কচি কাঁচাদের সঙ্গে। ক্রিকেটে মজলেন কংগ্রেস প্রার্থী। কখনও শতাব্দীপ্রাচীন বাড়িতে ঢুকে পড়ছেন, কখনও নিজস্ব স্টাইলে পৌঁছে যাচ্ছেন বহুতলে। ৪৫ নম্বর ওয়ার্ড যে বড় চেনা।