Kolkata Child Rescued: এবিপি আনন্দের খবরের জের, এলগিন রোড থেকে উদ্ধার শিশু ফিরল মায়ের কোলে
ফুটফুটে একরত্তি... মায়া জড়ানো দুটো চোখ... দেখলেই মনে হয় কাছে টেনে নিই। এই শিশুটিকে নিয়েই বৃহস্পতিবার সারারাত মহানগরীর রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন তার করোনা আক্রান্ত বাবা। পরিবারের দাবি, শুক্রবার সকালে ঘণ্টাখানেকের জন্য বাড়ি ফিরেছিলেন... তারপর আবার, আত্মীয়দের চোখ এড়িয়ে বেরিয়ে যান... সকাল ১০ টা নাগাদ এলগিন রোডে রাস্তার ওপরই ফেলে রাখেন মাস তিনেকের ছেলেটিকে। পথ চলতিদের উদ্দেশ্যে আর্তভাবে চিত্কার করছিলেন কেউ যেন তাকে নিয়ে যায়... পরণে তখন পোশাকটুকুও নেই শিশুটির। ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বিষয়টি জানতে পেরে, শিশুটিকে নিজের বাড়ি নিয়ে যান। তাঁর স্ত্রী নিজে হাতে খাবার খাইয়ে দেন। নতুন পোশাক পরানো হয়। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। অন্যদিকে, ততক্ষণে, পাগলপ্রায় অবস্থা শিশুর মায়ের। হন্যে হয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন.. ফুলবাগান থানায় অভিযোগ জানিয়েছেন। এরপর দুই থানার উদ্যোগে, বিকেল ৫টা নাগাদ কোঅর্ডিনেটরের উপস্থিতিতে সুভাষ উদ্যানে শিশুটিকে তুলে দেওয়া হয় মায়ের কোলে।