Kolkata: সাইবার সচেতনতা বাড়াতে পদযাত্রার আয়োজন ISOEH-র | Bangla News

Continues below advertisement

কখনও ফোন করে, কখনও আবার স্মার্ট ফোনে লিঙ্ক পাঠিয়ে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকরা। হাতিয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকেও। প্রায় রোজ এভাবেই প্রতারণার শিকার হচ্ছেন কেউ না কেউ। গ্রাহকের অজান্তেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর থেকে বাঁচার প্রাথমিক উপায় হল সচেতনতা। সাইবার সিকিওরিটি (Cyber Security) সম্বন্ধে সচেতনতা বাড়িয়ে তুলতেই মঙ্গলবার ন্যাশনাল কম্পিউটার সিকিওরিটি ডে উপলক্ষে সল্টলেক সেক্টর ফাইভে পদযাত্রার আয়োজন করেছিল আইএসওইএইচ (ISOEH)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram