Kolkata Police: 'আইনের রক্ষকদের কাছে এমন ব্যবহার আশাতীত', সিভিক পুলিশের অমানবিকতার ঘটনায় বললেন শ্রীজাত | Bangla News

Continues below advertisement

চোর সন্দেহে ধরা যুবককে বেধড়ক মারধর। চলন্ত বাস থেকে মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সাউথ ট্রাফিক গার্ডের কয়েকজন কর্মীর সামনেই মারধর। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। দুঃখপ্রকাশ কলকাতা পুলিশ কমিশনারের। ‘এমন ঘটনা ঘটনা উচিত হয়নি, আমি বিব্রত', মন্তব্য সৌমেন মিত্রর। ঘটনার সময় ডিউটিতে থাকা সাউথ ট্রাফিক গার্ডের ওসি, সার্জেন্টকে আজ লালবাজারে সিপি অফিসে তলব করা হয়েছে। এপ্রসঙ্গে কবি শ্রীজাত (Srijato Bandyopadhyay) বলেন, "আমার মনে হয় কমিশনার সঠিক পদক্ষেপ করেছেন। যাদের হাতে আইনের ন্যূনতম দায়িত্ব রয়েছে, আমরা তাঁদের থেকে এই ব্যবহার আশা করি না। একজন সিভিক ভলান্টিয়ার আইনের প্রতিনিধি, ফলে তাঁকে যা কাজ করতে হবে আইনের মধ্যে থেকেই করতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram