Kolkata Waterlogging: প্রবল বর্ষণে জল-যন্ত্রণা, দেখে নিন গড়িয়া-সোনারপুরের নানা অংশের ছবি

Continues below advertisement

আজ সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অংশে জল জমেছে। সোনারপুর ও গড়িয়ার বিভিন্ন এলাকায় জল জমেছে টানা বৃষ্টিতে। কোথাও হাঁটু সমান জল রয়েছে। কোথাও আবার তার চেয়েও বেশি জল জমে রয়েছে। তার মধ্যেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। আশঙ্কায় এলাকার মানুষ। মিশন পল্লি এলাকায় হাঁটু সমান জল। জল ঢুকল বাড়িতেও। গড়িয়া, বোড়াল, মহামায়াতলা, বৈকুণ্ঠপুর, চণ্ডীতলা সহ একাধিক এলাকা জলের তলায়। জল নামাতে পুরসভার তরফে ১৭টি পাম্প তৈরি করা হচ্ছে। প্রবল সমস্যায় এলাকাবাসী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram