Narada Scam Probe : 'একের পর এক বিকৃত অভিযোগ, সলিসিটার জেনারেলের গলায় চূড়ান্ত প্রতিহিংসা ঝরে পড়ছে', অভিযোগ কুণালের
কলকাতা হাইকোর্টে আজকের মতো শেষ হয়েছে শুনানি। আগামিকাল দুপুর ২টোয় আবার শুরু হবে শুনানি। এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘মামলা বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। যেন-তেন প্রকারে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের বন্দি রাখার চেষ্টা করা হচ্ছে। আজ আদালতে সিবিআই (CBI)-এর মানসিকতা স্পষ্ট হয়ে গেছে। যে সময়ে করোনার সঙ্গে যুদ্ধ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সময়ে অকারণে অস্থিরতা তৈরি করার জন্য নেতামন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার না করেও কোর্টে চার্জশিট পেশ করা যেত।’ তিনি আরও বলেন, "করোনা পরিস্থিতিতে এঁদের হঠাৎ আটকে রাখতে হল কেন? একটা চূড়ান্ত প্রতিহিংসা সলিসিটার জেনারেলের গলায় শোনা যাচ্ছে। একটা জিনিসকে জটিল করার দিকে নিয়ে যাচ্ছেন। একের পর এক বিকৃত অভিযোগ পেশ করা হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যেন-তেন প্রকারে এঁদের ধরে রাখা। জটিলতা তৈরি করে আইনের ফাঁক দিয়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।"