Kunal on Dilip: 'দেশের মধ্যে টিকাকরণে বাংলা প্রথম স্থানে', দিলীপের 'নজর ঘোরানো' মন্তব্যের পাল্টা কুণাল

Continues below advertisement

ভোটপরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সারদা কেলেঙ্কারির সময়ও সিট তৈরি হয়েছিল। আর তার উদ্দেশ্য ছিল নেতাদেরকে বাঁচানো, ঘটনাকে চাপা দেওয়া। প্রত্যেকবার তাই হয়। ঘটনা হাতের বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে নেমে পড়েন। সবে কাল থেকে ব্যাটিং শুরু করেছেন উনি। উনি চাইছেন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডটিকে ডায়লিউট করিয়ে দিতে। গুরুত্ব সরিয়ে দিতে। মানুষের দৃষ্টিকে সরিয়ে দিতে। এখন রাজ্যপালকে নিশানা করছেন। তাঁর কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছেন। আর পুরো তৃণমূল দলটা পাঁকের মধ্যে ডুবে যাচ্ছে, পুরো পশ্চিমবাংলা ডুবে যাচ্ছে, তা নিয়ে কোনও চিন্তা নেই ওঁনার।"

এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নজর ঘোরানোর কোনও প্রশ্ন ওঠে না। কারণ ভারতের মধ্যে ভ্যাকসিনেশনে পশ্চিমবঙ্গ এবং কলকাতা সবার থেকে এগিয়ে। দিলীপবাবু যে দল করেন তাদের শাসিত রাজ্যগুলির থেকেও পশ্চিমবঙ্গ এগিয়ে। একজন বিকৃত মনস্ক, অস্বচ্ছ ছেলে, প্রতারক, জালিয়াত একটা কুৎসিত অপরাধ করেছে, সামাজিক অপরাধ। তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এগুলি একেবারে অবাস্তব কথা। রাজ্যপাল সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিজেপির এজেন্ট হিসেব কাজ করছেন। তাঁকে যা যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন। তার সঙ্গে নজর ঘোরানো, নজর সরানোর এসবের কোনও সম্পর্ক নেই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram