Laxmi Puja 2021: EZCC-তে বঙ্গ বিজেপির তরফে আয়োজিত লক্ষ্মীপুজো, শঙ্খধ্বনিতে ধনদেবীর আরাধনা | Bangla News

Continues below advertisement

গতকাল ও আজ, এ বছর দুদিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি। সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি এবং রাজনীতিক, সবার ঘরে লক্ষ্মীবন্দনা। সল্টলেকের ইজেডসিসি-তে (EZCC) বঙ্গ বিজেপির তরফে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়েছে। চলছে ধনদেবীর আরাধনা। উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক। রয়েছেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেবীর ভোগের জন্য আয়োজন করা হয়েছে নাড়ু, ফল, মিষ্টির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram