Left Bandh: লেকটাউনের কালিন্দির কাছে পথ অবরোধ কর্মী-সমর্থকদের | Bangla News

Continues below advertisement

বামেদের শ্রমিক ধর্মঘটের সকাল থেকে জায়গায় জায়গায় জমায়েত, বিক্ষোভ। লেকটাউনের কালিন্দির কাছে পথ অবরোধ করেন কর্মী-সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটীদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি, দমদমে মেট্রোর টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠনের নেতৃত্বে জমায়েত হয়। এদিকে বারাসাত চাঁপাডালি মোড়েও ধর্মঘটের প্রভাব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram