Local Train: 'নাগরিকদের দায়িত্বের দিকে নজর দেওয়াটা ভীষণ জরুরি', লোকাল ট্রেন প্রসঙ্গে দীপ্তেন্দ্র সরকার | Bangla News
প্রায় ৬ মাস পর ফের লোকাল ট্রেন (Local Train) চালু করতে অনুমতি দিল রাজ্য। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র। পাশাপাশি ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে চলতে পারবে সিনেমা হল। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোঁরা, জিমে ৭০ শতাংশে রাজ্যের অনুমতি। বিয়ে বাড়ি, অনুষ্ঠানে হলে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতের অনুমতি। এদিকে, ৩১ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড়। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "আমার ব্যক্তিগতভাবে মনে হয় এগুলো সব ট্রায়াল অ্যান্ড রানে এগোনো। যত মানুষ সংক্রমিত হচ্ছেন, মৃত্যু কিন্তু সেই হারে বাড়ছে না। পাশাপাশি স্কুল খোলার অনুমতিও দেওয়া হয়েছে। এই সবকিছুর নিরিখে সংক্রমণের হার যা ৩-র কাছে উঠেছিল তা ফের ২.৩২-তে নেমেছে। কিন্তু আমার মনে হয়, সব তো কর্তৃপক্ষ বা রেলকর্মীদের কাজ নয়, নাগরিকদের যে দায়িত্ব আছে সেই দিকে নজর দেওয়াটা ভীষণ জরুরি।"