Maheshtala: বাইক রাখা নিয়ে বচসা, প্রতিবাদীকে বেধড়ক মারধরে অভিযুক্ত পুলিশ | Bangla News

Continues below advertisement

ফের অমানবিক পুলিশ। এবার কাঠগড়ায় মহেশতলা থানা (Maheshtala Police Station)। কালীপুজোর দিন রাস্তায় পুলিশের বাইক রাখাকে কেন্দ্র করে বচসা। প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।মারধরের ফলে চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের। গতকালই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পরিবারের দাবি, কালীপুজোর দিন রাস্তায় বাইক দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আবুল মারজানের বাইক। যাতায়াতের অসুবিধার জন্য প্রতিবাদ জানিয়ে এসআইয়ের সঙ্গে বচসায় জড়ান মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত। অভিযোগ, তার জেরে এসআই সুমন্তকে চড় মারেন। এরপর দু’পক্ষের হাতাহাতি শুরু হলে, প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যক্তি। আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। এদিকে, ৭ নভেম্বর, এক্সাইড মোড়ে ছিনতাইবাজ সন্দেহে এক যুবককে বুট দিয়ে চেপে বুকে লাথি মারার অভিযোগ ওঠে সাউথ ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram