Malda: হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হরিশ্চন্দ্রপুর থানার উত্তর রামপুর গ্রামে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। হরিশ্চন্দ্রপুর থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ। দোষ প্রমাণ হলে দল পাশে দাঁড়াবেন না, জানাল বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, করোনার কবল থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। কিন্তু ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন জেনে গ্রাস করছে তীব্র আতঙ্ক। কসবা, আমহার্স্ট স্ট্রিটে, সোনারপুরে দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়ার পর থেকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেরই। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার কসবা ও আমহার্স্ট স্ট্রিটে শিবিরের আয়োজন করে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দফতর। ভুয়ো আইএএস (IAS) ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়ে আতঙ্কিত ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতির পরিবার। এদিন কসবার স্বাস্থ্য শিবিরে আসেন তৃণমূল নেতার দুই মেয়ে। পুরসভা সূত্রে খবর, কসবার স্বাস্থ্য শিবিরে এদিন ১২০ জন চেক আপ করাতে এসেছিলেন। আমহার্স্ট স্ট্রিট এলাকার সিটি কলেজেও ভুয়ো ভ্যাকসিনেশন ক্য়াম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন দেব। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ৭২ জন ক্যাম্পে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন। তাঁদের মধ্যেও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। যাঁদের অনেকেই এসেছিলেন স্বাস্থ্য শিবিরে। প্রশাসন সূত্রে খবর, সোনাপুরে ৫২৬ জন ভ্য়াকসিন নিতে কসবার ভুয়ো ক্যাম্পে গিয়েছিলেন। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে সোনারপুর গ্রামীণ হাসপাতালে খোলা হয়েছে ক্যাম্প। নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার অরবিন্দ বৈদ্যকে নিয়োগ করেছিলেন দেবাঞ্জন।