Mamata Banerjee PC: 'বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়', ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমার মনে হয় মানুষের উন্নতি ছাড়া সার্বিকভাবে উন্নয়ন সম্ভব নয়। আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই মতো কাজ হচ্ছে কি না, তাতে নজর রাখতে কমিটি তৈরি করা হয়েছে। আমাদের পরের কমিটির বৈঠক হবে ১৭ তারিখে। আমরা মানুষের স্বার্থে অনেক পদক্ষেপ নিয়েছি। ইদে ৫০ জনের মধ্যে জমায়েত করুন। ইদের জন্য সময়সীমা মেনে বাজার খোলা থাকবে, সুফল বাংলাও চলবে।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে বলেন, "যাঁরা মন্ত্রিসভায় জায়গা পাননি, তাঁদের কমিটির মাথায় বসানো হবে। বিধানসভার ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায়। বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়।" তিনি যোগ করেন, "বহিরাগতদের আরটিপিসিআর করাতে হবে। এতে কড়াকড়ি করতেই হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram