Kolkata Metro: কবে শুরু হবে বরানগর থেকে ব্য়ারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ?
ABP Ananda LIVE: কবে শুরু হবে বরানগর থেকে ব্য়ারাকপুর পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ? শুক্রবার বৈঠকের পরও মিলল না নির্দিষ্ট উত্তর। সূত্রের খবর, উন্নত প্রযুক্তির মাধ্য়মে মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখবে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পাইপলাইনের ম্য়াপ দিয়ে সাহায্য়ের আশ্বাস দিয়েছে রাজ্য় সরকার।
বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, চট্টগ্রামে আক্রান্ত কুশল বরণ চক্রবর্তী
বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামে আক্রান্ত কুশল বরণ চক্রবর্তী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে কুশল বরণ চক্রবর্তীকে ঘিরে রেখেছে মৌলবাদীরা, সূত্রের খবর। এখনও বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন কুশল বরণ চক্রবর্তী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের সনাতনী ঐক্যমঞ্চের সদস্য কুশল বরণ চক্রবর্তী।