Mukul Roy: স্ক্রুটিনির পর PAC-র প্রার্থী তালিকায় নাম থাকল মুকুল রায়ের, খারিজ বিজেপির আবেদন

Continues below advertisement

স্ক্রুটিনির পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রার্থী তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের। ২০ সদস্যের কমিটির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। স্ক্রুটিনির সময় মুকুল রায়ের নাম বাদ দেওয়া হোক। আজ বিজেপির তরফে এই অভিযোগ করা হয়। বিজেপির দাবি খারিজ হয়ে গেল বিধায়সভায়। 

"বিধানসভার প্রথা অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধীদের প্রাপ্য। সরকার প্রথা ভাঙলে কী করার আছে?" এমনই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

"বিধানসভায় পিএসি-র চেয়ারম্য়ান পদে যে কেউ মনোনয়ন দিতে পারেন। মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। মুকুলকে বিনয় তামাংদের দলও সমর্থন জানিয়েছে। আমরাও মুকুল রায়কে সমর্থন জানাব। ভোটাভুটি হলে দেখব কে জেতে।" পিএসি-র চেয়ারম্যান বিতর্কে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।  

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনশনে ক্যাম্পে ভুয়ো টিকাকরণের অভিযোগে থানায় নালিশ জমা পড়েছে। ১ লক্ষ টাকার বিনিময়ে কসবা ভ্যাকসিনেশন কেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা করা হয়। কলকাতা পুরসভার নাম করে সংস্থার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। পুরসভার ফি-র নাম করে মাইক্রো ফিনান্স সংস্থার থেকে আদায়। কর্মীদের টিকাকরণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দেওয়ার দাবি করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram