Narada Case Hearing: শীর্ষ আদালতে সিবিআই, ' সুপ্রিম কোর্টে কখন শোনা হবে তার জন্য অপেক্ষায় থাকা যায় না', বললেন কল্যাণ

Continues below advertisement

নারদকাণ্ডে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই (CBI)। চার নেতা-মন্ত্রীর গৃহবন্দি থাকার নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে সুপ্রিম কোর্টে আজই শুনানির আর্জি জানানো হবে।  

এই নিয়ে তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, "CBI সুপ্রিমকোর্টের মাননীয় বিচারপতিদের কাছে চিঠি দিয়েছে। আমরা এর বিরোধিতা করব। কারণ আমাদের মক্কেলরা গৃহবন্দি অবস্থায় রয়েছেন। সুপ্রিমকোর্টে কখন মামলা হবে, কবে শোনা হবে তার জন্য অপেক্ষা করে থাকা যায় না। আমরা বিষয়টির বিরোধিতা করব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram