Narada Case Hearing: 'জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরির কৌশল!', আদালতকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি তুষার মেহতার

Continues below advertisement

নারদকাণ্ডে ফের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে শুনানি। দুপুর ২টোয় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হয়েছে। রাজ্যকে মামলায় পার্টি করার অনুমতি দিল হাইকোর্ট। "হাইকোর্টে রাজ্যকে পার্টি করা হয়নি", বললেন এজি কিশোর দত্ত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "রাজ্যকে পার্টি করতে কোনও অসুবিধা নেই।"

সলিসিটর জেনারেল তুষার মেহতা কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির কাছে প্রশ্ন করেন, "জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরি করার কৌশলের উপর যদি আদালত কড়া পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে কোনও দুষ্কৃতী গ্রেফতার হলে এই জিনিস হবে। বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে মানুষ।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram