Corona: অল্পবয়সীদের মধ্যে বাড়ছে স্মৃতিভ্রংশের প্রবণতা, অবসাদগ্রস্ত হওয়ার ঘটনা, পিছনে কী করোনার যোগ?
Continues below advertisement
ABP Ananda Live: শুধু বয়স্কদের মধ্যেই নয়, অল্পবয়সীদের মধ্যেও বাড়ছে স্মৃতিভ্রংশের প্রবণতা। বাড়ছে অবসাদগ্রস্ত হওয়ার ঘটনাও। এর সঙ্গে কী করোনা আক্রান্ত হওয়ার কোনও যোগ আছে? দেশকে ছারখার করে দেওয়া ভাইরাস কি নীরবে আমাদের আরও ক্ষতি করে গেছে? গবেষণায় তেমনই ইঙ্গিত মিলেছে। গবেষকরা বলছেন, করোনা সংক্রমণের সঙ্গে এর সরাসরি যোগ আছে। করোনা সংক্রমণের জেরে ফুসফুস, হার্ট বা লিভারে কী কী দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, তা নিয়ে বিশ্বজুড়ে প্রচুর গবেষণা হয়েছে। কিন্তু, করোনা সংক্রমণের জেরে মস্তিস্ক এবং মস্তিস্কে থাকা স্নায়ুতে দীর্ঘমেয়াদি কী প্রভাব পড়ে? গত এক বছর ধরে, ICMR-এর সঙ্গে যৌথভাবে উদ্যোগী হয়ে, তা নিয়ে গবেষণা করেছেন কলকাতার বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস এবং SSKM হাসপাতালের চিকিৎসক-গবেষকরা।
Continues below advertisement