Newtown Encounter: গাড়ির নম্বরের সূত্রেই শেষমেশ মেলে দুই গ্যাংস্টারের ডেরার হদিশ

Continues below advertisement

পঞ্জাবের দুই গ্যাংস্টার যে নিউটাউনে লুকিয়ে রয়েছে, এই তথ্য পুলিশের হাতে আসে পঞ্জাবের একটি ঘটনা থেকে। ১৫ মে পঞ্জাবের সীমানায় একটি গাড়িকে আটকানো হয়। এই গাড়ির নম্বর প্লেট থেকে জানা যায় গাড়িটি রয়েছে কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি সংস্থার নামে। গাড়িতে ছিলেন ভরত কুমার নামে এক ব্যক্তি। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। তাঁকে জেরা করে দুই গ্যাংস্টারের খোঁজ পায় পুলিশ। তিনি পুলিশকে জানান কলকাতার নিউটাউনে (Newtown) একটি আবাসনে লুকিয়ে রয়েছে গ্যাংস্টাররা। এরপর বুধবার দুপুরে সেখানে পুলিশি এনকাউন্টারে তাদের মৃত্যু হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram