Newtown Encounter ABP Exclusive : মাত্র ১৫ মিনিটেই শেষ অপারেশন! ঠিক কী ঘটেছিল নিউটাউনের আবাসনে?

Continues below advertisement

একে একে আবাসনে ঢুকছেন এসটিএফ-এর (STF) অফিসাররা। তখনই কোনও কিছুই আঁচ করা যায়নি।  আবাসনে স্বাভাবিক যাতায়াত। একটু পরেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ছোটাছুটি শুরু। ধীরে ধীরে ফ্ল্যাটের চারপাশ ঘিরে ফেললেন অফিসাররা। এত কিছু শুরু আর শেষের মাঝে সময়ের ব্যবধান মাত্র ১৫ মিনিট। ১৫ মিনিটেই খতম পঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী যশপ্রীত সিং ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram