Newtown: নিউটাউনে 'চাকরির টোপ' দিয়ে বাইক 'ছিনতাই', গ্রেফতার অভিযুক্ত

Continues below advertisement

চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাই। নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেন অভিযুক্ত। নিউটাউন থানায় অভিযোগ দায়ের প্রতারিত যুবকের।  

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine), ভুয়ো সিবিআইয়ের (Fake CBI) পর এবার কৃষি দফতরে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কৃষি দফতরের কর্মীর বিরুদ্ধে। পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের। 

এদিকে কয়লাকাণ্ডের (Coal Smuggling Scam) তদন্তে সিবিআই-এর (CBI) হাতে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই আধিকারিকদের দাবি, গত সেপ্টেম্বর মাসে বিনয় মিশ্র (Vinay Mishra) দেশ ছেড়ে ভিনদেশে চলে যান। তারপর থেকে নিয়মিত তাঁর কাছে টাকা পাঠানো হয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এরকম ৪৫টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই। বিনয় মিশ্রের পরিবারের সদস্য এবং বিভিন্ন ভুয়ো কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে। এই অ্যাকাউন্টগুলিতে ঘুরে ঘুরেই টাকা পৌঁছেছে বিনয় মিশ্রের কাছে। সিবিআই সূত্রে খবর, এই ৪৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে চাওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলির স্টেটমেন্ট খতিয়ে দেখা হচ্ছে। কারা কারা বিনয় মিশ্রকে টাকা পাঠিয়েছে তার তদন্তে নেমেছেন সিবিআই আধিকারিকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram