Newtown: 'প্রাণনাশের হুমকি, তোলাবাজি, মারধর', আগ্নেয়াস্ত্র-সহ নিউটাউনে ধৃত দুই দুষ্কৃতী

Continues below advertisement

নিউটাউনে (Newtown) আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা নিউটাউনের চণ্ডীবেড়িয়া সবুজপল্লি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দুই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, তোলাবাজি, মারধর-সহ নিউটাউন থানায় (Newtown Police Station) একাধিক অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল চণ্ডীবেড়িয়া এলাকায় হানা দেয়  নিউটাউন থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি।

শেষ হল এবছরের কান চলচিত্র উৎসব (Cannes Film Festival)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটল এই উৎসবের। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনাও-র ছবি তিতান এবার জিতে নিয়েছে পাল্ম্ দ'র পুরস্কার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram