NRS Medical College Recruitment: এনআরএসে ডোম হতে চেয়ে আবেদন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর!
Continues below advertisement
এনআরএসে (NRS Medical College and Hospital) ডোম নিয়োগের বিজ্ঞপ্তি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮ হাজার। আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারীও। এছাড়াও ডোম হতে চেয়ে আবেদন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর। ৭৮৪ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে। এর মধ্যে রয়েছে ৮৪ জন মহিলাও। ১ অগাস্ট ইন্টারভিউ শুরু হবে।
আরজিকর হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। ন্যায্য টাকাপয়সা দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভ কর্মীদের। হাসপাতাল সংলগ্ন আরজিকর রোড অবরোধ। হাসপাতালের ভিতরেও স্লোগান বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের। এই সব কর্মীরাই একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন। সেই কোম্পানি সঠিক সময় টাকা-পয়সা ও সুযোগ-সুবিধা থেকে কর্মীদের বঞ্চিত করছে বলে অভিযোগ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Nrs Recruitment ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla NRS Medical College Recruitment At NRS