Online Fraud: ডিলারশিপ নিতে গিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার শিকার দমদমের বাসিন্দা

Continues below advertisement

ডিলারশিপ নিতে গিয়ে প্রতারণার শিকার দমদমের বাসিন্দা। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ব্যক্তি বলেন, ‘ডিলারশিপ নিতে গেলে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে বলে জানানো হয়। ৪৯ হাজার ৮০০ টাকা জমা দিতে বলা হয়। আমি সেই টাকা দিয়েছিলাম। পরের দিন আমাকে আরও ২ লক্ষ টাকা দিতে বলা হয়। সংস্থা থেকে জানানো হয় এই টাকা রিফান্ডেবল। আমি সব টাকা পাঠিয়েছি। ২ দিন পর আমার মালপত্র গুজরাট দ্রুত পৌঁছে যাবে বলা হয়। এরপর আমাকে আরও ২ লক্ষ টাকা দিতে বলা হয়। বিভিন্নভাবে মোট ৩ লক্ষ ৫৯ হাজার টাকা নেওয়া হয় আমার কাছে। কিন্তু কোন জিনিসপত্র আমার কাছে পাঠানো হয়নি। বারবার বিভিন্ন অজুহাত দেখানো হয়। সন্দেহ হওয়ায় অভিযোগ দায়ের করি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram