Partial Lockdown in Bengal: করোনা বিধি বজায় রাখতে লেক মার্কেটে সকাল থেকে পুলিশি প্রচার

Continues below advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। আংশিক লকডাউনের (Partial Lockdown) পথে রাজ্য। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ, মুদিখানাকে ছাড়। সমস্তরকম জমায়েতে নিষেধাজ্ঞা। আজ সকালে লেক মার্কেটে টালিগঞ্জ থানার তরফে সচেতনতার প্রচার করা হয়। সকাল থেকেই বাজারে এসেছেন অনেকেই। দিনে ৫ ঘণ্টা বাজার খোলা, তবে অসুবিধা হলেও তা মানতেই হবে। তারই মধে কিছুজনের মধ্যে দেখা গিয়েছে অসচেতনতার ছবিও।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram